অ্যানালাইসিস বিডি ডেস্ক
প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বুঝাতে যাওয়া বা আলোচনা করতে যাওয়া মানে সময়ের অপচয়। নিজের শ্বশুর সম্পর্কে এভাবেই মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার।
নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আজ এক পোষ্টে একজনের মন্তব্যের জবাবে তিনি এমন কথা বলেন।
প্রশ্নফাঁস নিয়ে আজ দুপুরে ইমরান সরকার তার ফেসবুকে লিখেন, ‘প্রশ্নফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাইনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।’
তার পোষ্টে একজন মন্তব্য করেন, ‘স্টেটাস না দিয়ে আপনার শ্বশুরের সাথে আলোচনা(ডিসকাস) করুন। জাতি উপকৃত হবে।’ এর জবাবে ইমরান সরকার লিখেন, ‘অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।’
তার স্টেটাসে আরেকজনের মন্তব্য ছিলো, ‘এই দায়িত্ব নিয়ে আপনার শ্বশুর বসে আছে, আপনি উনারে কিছু পরামর্শ দিন।’ জবাবে ইমরান সরকার লিখেন, ‘আমার পরামর্শ শোনার উনার সময় কোথায়? উনি তো ব্যস্ত…’
একই কথা উল্লেখ করে আরেকজন মন্তব্য করেন, ‘আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও জেনে থাকতে পারে মুল হোতা কে বা কারা!’ এর জবাবে ইমরান সরকার বলেন, ‘সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!’
বিগত পরীক্ষাগুলোর সাথে তাল মিলিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষাতেও প্রশ্নফাঁস অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া দুটি পরীক্ষাতেই প্রশ্নফাঁস হয়েছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। ফেসবুকে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রী গণমাধ্যমের সামনে নানা ধরণের পদক্ষেপের কথা বলে আসলেও ধারাবাহিকভাবেই প্রশ্নফাঁস হয়ে আসছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন শিক্ষাবিদসহ সাধারণ মানুষ। তাদের মতে, প্রশ্নফাঁসের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধংস করে দেয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থার ধংস মানে পুরো জাতির ধংস।
এদিকে সকল মহলের নানা সমালোচনার পরও প্রশ্নফাঁস ঠেকাতে পারছেন না শিক্ষামন্ত্রী। দেখা গেছে প্রশ্নফাঁসের সাথে জড়িত রয়েছে ছাত্রলীগসহ সরকারি দলের লোকজনই। মাঝে মধ্যে কয়েকজন পুলিশের হাতে গ্রেফতার হলেও তাদের কারোরই উপযুক্ত বিচার হয়নি। এসব কারনে সচেতন মানুষ প্রশ্নফাঁসের জন্য সরকারকেই দায়ী করে আসছেন।