গোলাম মোর্তজা
দেশের বাইরে আছি গত সপ্তাহখানেক। লেখার সময় করে উঠতে পারছি না। জানছি সবই। ‘খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা সাজানো’- আওয়ামী লীগের বক্তব্য। বক্তব্যের এই অংশটি একদম সঠিক। হামলা এবং পরবর্তী প্রচারণা- পুরোটাই সাজানো। হামলাকারী হিসেবে যাদের পরিচয় জানা গেল, স্পষ্ট ছবি দেখা গেল তারা সবাই আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতা- কর্মী- ক্যাডার। তাদেরকে দিয়ে হামলার পরিকল্পনা ‘সাজালো’ বিএনপি! বিএনপির ‘সাজানো’ পরিকল্পনায় অংশ নিল ছাত্রলীগ!!
সাংবাদিকদের উপর আক্রমণ কেন? বিষয়টি খুবই পরিস্কার। সাংবাদিকদের কেন এত বড় সাহস হবে যে,বিএনপির সংবাদ প্রচারের উদ্যোগ নেবে?এ ধরণের সাহস দেখালে পরিণতি কী হতে পারে, তার একটি রিহার্সেল দেওয়া হলো মাত্র। নিজেদের দলদাসে পরিণত করলে ‘অসম্মান’ বলে কোনও শব্দ নিয়ে ভাবতে হয় না। লাথিকে ‘সম্মানজনক’ পুরস্কার মনে করতে হয়।
‘কেন খালেদা জিয়া সড়ক পথে গেলেন, কেন আকাশ পথে গেলেন না’- এই প্রপাগান্ডায় নিজেদের সম্পৃক্ত করতে হয়, অথবা নিরব থেকে প্রপাগান্ডায় সম্মতি জানাতে হয়।
আমরা কী করছি, তা তো দৃশ্যমান-ই।
লেখকের ফেসবুক থেকে
Discussion about this post