একদিন জামায়াতের সন্তানেরাই এদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক প্রবাসী বিদগ্ধ লেখিকা মিনা রানী সাহা ওরফে মিনা ফারাহ।
গতকাল নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।
জ্বালাময়ী এই কলাম লেখিকা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নির্বাসনে আছেন। যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকায় এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে লেখালেখি করায় শেরপুরে জন্মগ্রহনকারী এই লেখিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার স্থাবর সম্পত্তি হস্তান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি তার দেশে ফেরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।
প্রবাসে অবস্থান করেই বাংলাদেশে চলমান রাজনৈতিক ইস্যুসমূহ নিয়ে নিয়মিতই তিনি তার ফেসবুকে নানা ধরণের মন্তব্য করে থাকেন।
গতকালের দুই লাইনের সংক্ষিপ্ত স্ট্যাটাসটিতে তিনি বলেন- “একদিন জামায়াতের সন্তানেরাই এদেশের নেতৃত্ব দেবে, কারন তারা আমিলীগ(আওয়ামী লীগ) নয়।”
একই সময় আরেকটি স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন- “যেকোনো মুহূর্তে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে ভাগাভাগির ক্ষমতা কায়েম করবে আমিলীগ(আওয়ামী লীগ)।”
জানা যায়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন মিনা ফারাহ। কিন্তু ওই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হলে তিনি হঠাৎ করে চুপ হয়ে যান এবং রাষ্ট্রপক্ষের বিশেষ তৎপরতার পরও তিনি ওই মামলায় সাক্ষ্য দেয়া থেকে নিজেকে বিরত রাখেন।
Discussion about this post