এক সময় সৌদি প্রিন্সরা ঘরে বসে খেলা দেখতেন, আর কোচকে ফোন করে নির্দেশ দিতেন কোন খেলোয়াড়কে কখন নামাতে- উঠাতে হবে।
আমাদের ক্রিকেটে এখন সেই ধারা চলছে।
বিসিবি সভাপতি প্রকাশ্যে বলছেন, অমুককে তো আমিই দলে নিয়েছি।কেন আপনি নিবেন? ক্রিকেটের আজকের উন্নতি আপনার হাত দিয়ে হয়নি। আপনি সুফল ভোগ করছেন। সাফল্য ক্রিকেটারদের আরও সরাসরি বলছি, মাশরাফি বা মাশরাফিদের।
কাকে কখন দলে নেওয়া হবে, তার জন্যে নির্বাচকরা আছেন। সেই সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আপনার নাই। সাবের হোসেন চৌধুরী আপনার চেয়ে অনেক যোগ্য বিসিবি সভাপতি ছিলেন।
সাবের হোসেন চৌধুরীরও বিকল্প ছিল। বিকল্প এই অর্থে যে ক্রিকেটের সুসময়ে বিসিবি সভাপতি খুব গুরুত্বপূর্ণ কিছু না।আলী আসগর লবীও বিসিবি চালিয়েছে, নাজমুল হাসান পাপন আপনার বিকল্প যে কেউ হতে পারেন। এটা ভাবনা-চিন্তারই কোনও বিষয় নয়।
একজন মাশরাফির বিকল্প পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মনে রাখতে হবে, ক্রিকেটকে আজকের অবস্থানে এনেছেন ক্রিকেটাররা-মাশরাফিরা, আপনি নন। নিশ্চিত করেই বলা যায়, মাশরাফি ছাড়াও বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। এভাবে না হলেও, মাশরাফিকে বিদায় নিতেই হতো। কিন্তু মানসিক কষ্ট বা আঘাত দিয়ে মাশরাফিকে বিদায় করার কোনও অধিকার আপনার নেই মি. পাপন। আপনাকে কেউ মনে রাখবে না, মাশরাফিকে কেউ ভুলবে না- কোনও দিন ভুলবে না।
Golam Mortoza এর ফেসবুক ওয়াল থেকে
Discussion about this post