রাজস্থান থেকে হরিয়ানাতে গরু পরিবহনের সময় পেহেলু খান বলে একজন মুসলিমকে মংগলবারে পিটিয়ে মেরে ফেলেছে বিশ্ব হিন্দু পরিষদের গো রক্ষা কমিটির লোকেরা। বৈধভাবে গরুগুলি কিনে তারা তাদের গ্রামে নিয়ে যাচ্ছিলো, তাদের কাছে কেনার এবং পরিবহনের বৈধ কাগজপত্র ছিল।
খুব কৌতূহলউদ্দিপক ঘটনা হচ্ছে, যেই ট্রাকে গরু পরিবহন করা হচ্ছিল সেই ট্রাক ড্রাইভারদের মধ্যে অর্জুন নামে এক হিন্দু ড্রাইভার ছিল। তাকে কিছুই বলেনি গো রক্ষা ওয়ালা; দোষ শুধু খানের, অর্জুনের নয়, আর এই দোষ এমনই যে জীবনটা দিয়ে দিতে হল খানকে।
যেখানে মুসলিমরা আছে সেখানেই গোরক্ষকদের সমর্থনে গো বধ নিষিদ্ধ করছে ভারতের রাজ্য সরকার। আমরা ফটো ও ভিডিও দেখেছি যেখানে পুলিশের উপস্থিতিতে গোরক্ষকেরা মুসলমানদের পিটাচ্ছে। আবার এই গোরক্ষকেরা কোন হিন্দু যদি গরু পরিবহনের সাথে যুক্ত থাকে তার বিষয়ে নমনীয়তা দেখাচ্ছে।
তাহলে দেখা যাচ্ছে ধর্মীয় কারণে তারা গো রক্ষার জিগির তোলেনি। এটা তুলেছে মুসলমান বিদ্বেষ থেকে; মুসলমান নির্যাতনের তরিকা হিসেবে। তারা বেছে বেছে মুসলমান গরু ব্যবসায়ী এবং পরিবহণ কর্মীদের মারছে। এটা পরিস্কার রেইসিজম, এবং রাষ্ট্র সমর্থিত রেইসিজম।
Discussion about this post