আপনে করেন মঙ্গল শোভাযাত্রা, আপনারে মানা করছে কে? কিন্তু আপনি আমারে মঙ্গল শোভাযাত্রায় নিতে বাধ্য করার কে? আপনার যেমন উৎসব করার অধিকার আছে, আমার তেমন না পালন করার অধিকার আছে। আমার উৎসব সম্পর্কে ক্রিটিক জারি রাখার অধিকার আছে। আমার প্রশ্ন তোলার অধিকার আছে। আমারো একটা মত থাকতে পারে, সেই মতকে জায়গা দেয়া আপনার দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত আমি আইনের সীমার মধ্যে আছি, ডেমক্রেটিক ভ্যালুজের মধ্যে আছি। কেমনে জায়গা দিবেন সেই তরিকা খুজে বাইর করার দায়িত্ব আপনার। আপনি কেমনে ভিন্নমতকে জায়গা দেন কেমনে তারে ডিল করেন, এইটা আপনার ম্যাচিওরিটি।
আর আমাদের অভিজ্ঞতা হইলো, আপনারা ভিন্নমত মোটেই সহ্য করতে পারেন না। আপনাদের একটাই তরিকা ভিন্নমতকে ডিল করার, আর তা হইলো তারে নির্মুল কইর্যা দেয়ার।
Pinaki Bhattacharya – পিনাকী ভট্টাচার্য এর ফেসবুক ওয়াল থেকে
Discussion about this post