অ্যানালাইসিস বিডি ডেস্ক:
২০১৪, ১৫, ১৮ সালের পর ২৪-এও ব্যর্থ বিএনপি। কিন্তু কেন বারবার ব্যর্থ হচ্ছে বৃহৎ এই রাজনৈতিক দলটির আন্দোলন। বিপুল জনসমর্থন থাকার পরও কেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারছেন না তারা। এর কারণ খুঁজছেন দলটির তৃণমূল নেতারা।
তারা বলছেন, সর্ষের মধ্যেই ভূত রয়েছে। তাদের অভিযোগের তীর দলের দায়িত্বশীল নেতাদের দিকে। আন্দোলনের ড্রাইভিং সিটে যারা ছিলেন তাদের ভূমিকাই ছিল রহস্যজনক। তাদের একটি বড় অংশ চায়নি, চলমান আন্দোলন সফল হোক। তড়িঘড়ি করে হরতাল-অবরোধ দেয়ার বিরোধী ছিলেন তারা। একদফার আন্দোলনে তিনশ’ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির বেশির ভাগ নেতাই নিজেদের গুটিয়ে রেখেছিলেন। কয়েকজন কর্মী দিয়ে ৫ মিনিটের ঝটিকা মিছিল করান। সেই মিছিলের ছবি হাইকমান্ডে পাঠিয়ে দায় এড়িয়েছেন তারা। তৃণমূল নেতারা বলছেন, ব্যবসা-বাণিজ্য ও সম্পদ রক্ষায় দলের সিনিয়র নেতাদের একটি অংশ সরকারের সঙ্গে সমঝোতা করে চলেন। তারা দলের ভেতরের পরিকল্পনা আগেই ফাঁস করে দেন সরকারের এজেন্টদেরকে। অনেকে সরকার থেকে পান নানা সুবিধা।
ওদিকে বিএনপির সিনিয়র নেতাদের বাসায় পুলিশি অভিযানের মধ্যেই প্রতিদিনই ভার্চুয়ালি ব্রিফিং ও রাজধানীর কোন না কোনো স্পটে ঝটিকা মিছিল করেছেন রিজভী। পুলিশকে চিঠি দিয়ে নয়াপল্টন কার্যালয়ের তালা ভেঙেছেন তিনি। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তাকে খুঁজে পায়নি। যেখানে অনেক নেতা আত্মীয়স্বজনের বাসায় লুকিয়েও রেহাই পাননি, অনেককে না পেয়ে পরিবারের স্বজন ও ব্যক্তিগত স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে পুলিশের নাকের ডগায় রিজভী কিভাবে মিছিল মিটিং করছেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের প্রভাবশালী কর্মকর্তা ডিবি হারুনের সঙ্গে রয়েছে তার সখ্য। সে কারণে প্রকাশ্যে নির্ভয়ে কর্মসূচি পালন করছেন তিনি। এমনকি ডিবি হারুনের সঙ্গে সকালে নাস্তা করে রিজভী মিছিল করতেন বলেও জানা গেছে।
যদিও রিজভীর দাবি বিতর্ক তৈরি করার জন্য সরকারের এজেন্টরা এসব অপবাদ ছড়াচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছেন, আরও সিনিয়র নেতা আছেন তারাও প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদেরকেও তো পুলিশ গ্রেপ্তার করেনি। আমাকে কেন গ্রেপ্তার করছে না সেটা সরকার বলতে পারবে। সেটা তাদের পলিসির বিষয়। আমি মনে করি সরকারের পক্ষ থেকেই এসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কর্মসূচি পালন করে যাবো।
Discussion about this post