‘আগের দিনের মানুষ যদিও অশিক্ষিত ছিলো তবুও সামাজিক ছিলো যত শিক্ষিত হচ্ছে তত অসমাজিক হচ্ছে’ বলে বিবিসির সাক্ষাৎকারে নারীর স্বাধীনতা কেমন ছিলো তার বর্ণনা দিতে গিয়ে এমনটা বলছিলেন সত্তরোর্ধ মোছাম্মৎ ফরিদা বেগম।
তিনি বলেন, যদিও আগে পড়া লেখার সুযোগ কম ছিলো বলে স্বপ্নও দেখতেন না বড় কিছু হবার, এখন সে তুলনায় এক জন নারী চাইলেই স্বপ্ন দেখতে পারেন নিজের ক্যারিয়ার গড়ার। তবুও নারীর স্বাধীনতা বাড়ার পাশাপাশি পারিবারিক বন্ধন হালকা হচ্ছে বলে মনে করেন এই নারী।
একজন গ্রামীণ প্রবীণ নারীর চোখে ‘নারী-স্বাধীনতা’ কেমন তা জানতে বিবিসির শাহনেওয়াজ রকি কথা বলেছেন গ্রামীণ একজন নারীর সাথে। আরও জানতে দেখুন এই ভিডিওটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য দেয়া হলো:
Discussion about this post