মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি সোমবার ইন্তেকাল করেছেন স্বৈরশাসকের কারাগারে। ক্ষমতাচ্যুতির পর থেকেই তাকে বিভিন্ন মামলায় আটক করে রেখেছিল সামরিক শাসন আবদুল ফাতাহ সিসি।
মোহাম্মাদ মুরসির মৃত্যুর পর তার স্ত্রী ও মিসরের সাবেক ফার্স্টলেডি নাগলা মাহমুদ টুইটারে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি মোহাম্মাদ মুরসিকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার স্বামী, প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে একজন শহীদ হিসেবেই দেখি আমরা।’
ফেসবুকে মুরসির স্ত্রীর লেখা স্ট্যাটাসটি হুবহু অনুবাদ করে নিচে দেয়া হলো:
‘মিসর প্রজাতন্ত্রের বৈধ প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি আল্লাহর জন্য শহীদ হয়েছেন।
কারাকক্ষে তিনি বিজয়ী হিসেবে শিরদাঁড়া সোজা রেখে মর্যাদার সঙ্গে জুলুমের প্রতিবাদ করে তিনি বেছে নিয়েছেন শাহাদাতকে।
বহুলোক তার বিরোধী হওয়া সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে গিয়ে তিনি মারা যান।
সত্য প্রচারের জন্য সামনে এগিয়ে গেছেন, কখনো পিছু হটেননি, যে জন্য তার মৃত্যু হয়েছে। কোনো রকম বিরক্তি, ক্লান্তি, আত্মসমর্পণ ও বশ্যতাস্বীকার ছাড়াই তিনি সত্যের তরবারি খাপখোলা রেখেছেন।
কাজেই আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেছেন। ভীরুতা, বিশ্বাসঘাতকতা ও মোনাফেকির যুগ থেকে আল্লাহ তাকে দূরে নিয়ে গেছেন।
আল্লাহ তাকে নিজের কাছে নিয়েছেন, যাতে তিনি ইয়াহইয়া, ঈসা; আসহাবে উখদুদ ও হাবিব আল নাজ্জারদের মতোই একই পরিস্থিতিতে যোগ দিতে পারেন।
তার বাণী প্রচার ও দায়িত্ব বণ্টনের পর জান্নাতুল ফিরদাউস, উচ্চমর্যাদা ও সাহচর্যের জন্য আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন।
অপেক্ষা কর, বিশ্বাসঘাতকদের বিজেতারা, অসীম অন্ধকার তোমাদের ঢেকে ফেলবে এবং নেমে আসবে কঠিন শাস্তি। আগামীতে বহু প্রজন্মের জন্য তোমরা শিক্ষা হয়ে থাকবে।
জান্নাতে, হে শহীদ। কী লাভজনক লেনদেন, হে শহীদ।’
সূত্র: যুগান্তর