মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার রোহিঙ্গা মুসলিমরা যাতে সমুদ্রপথে ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার।
বুধবারের ভারতীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আনাদলু এজেন্সি।
খবরে জানানো হয়, সামুদ্রিক সীমান্ত এলাকায় নজরদারি বিমান চালু করা হয়েছে।
এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারত টুডে জানায়, রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে মনে করছে ভারত সরকার।
ভারত সরকারের দাবি, উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা আইএসআই কিংবা আইএসআইএস এবং বিভিন্ন উগ্রবাদী গ্রুপের সঙ্গে জড়িত। যারা ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে পারে।
সূত্র: যুগান্তর
Discussion about this post