ভারতীয় সেনাবাহিনীর নতুন দীর্ঘপাল্লার হাউইটজার এম-৭৭৭ দিয়ে পরীক্ষামূলক গোলা ছোঁড়ার সময়ে কামানের নল ফেটে গেছে। সেনাবাহিনী এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
রাজস্থানে ভারতীয় সেনাবাহিনীর পোখরাম চাঁদমারিতে এ ঘটনা ঘটেছে। আমেরিকার তৈরি কামানে ভারতীয় গোলা ব্যবহার করা হয়েছিল। গত মে মাসে দু’টি এম-৭৭৭ কামান পেয়েছে ভারত। প্রতিটি কামানের দাম পড়েছে ৩৫ কোটি রুপি। এর একটি ছোঁড়ার সময় দুর্ঘটনা ঘটেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।
চলতি মাসের ২ তারিখে এ ঘটনা ঘটলেও ভারতীয় সংবাদ মাধ্যমে আজ(মঙ্গলবার) এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। বোফর্স কামান কেনা নিয়ে কেলেঙ্কারির ৩০ বছর পর এ দুই কামান কেনে ভারত।
সূত্র: পার্সটুডে
Discussion about this post