কামরুল আহসান নোমানী
শাবানাকে খুব পছন্দ করতাম। আমরা যারা আশির শেষভাগ এবং নব্বইয়ের দশকের সিনেমা দেখেছি তাদের কাছে শাবানা একটি মুগ্ধতার নাম। আপনি খোঁজ নিলে জানবেন, আপনার আমার মায়ের প্রিয় অভিনেত্রীর নামও শাবানা। শাবানা সত্যিকার অর্থেই একজন কিংবদন্তী অভিনেত্রী ছিলেন।
শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে শাবানার চলচ্চিত্রে আবির্ভাব। পরে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। আরেক কিংবদন্তি পরিচালক এহতেশামের হাত ধরে আফরোজা সুলতানা রত্না হয়ে উঠেন চলচ্চিত্রের হার্টথ্রুব নায়িকা শাবানা। ষাট থেকে নব্বই দশক পর্যন্ত শাবানা বাংলা চলচ্চিত্রের রূপালী জগত দাপিয়ে বেড়িয়েছেন।
শাবানার নামে সেই অর্থে তেমন কোন স্ক্যান্ডালও ছিলনা। মোটামুটি পরিচ্ছন্ন একজন অভিনেত্রী ছিলেন। পুরো ক্যারিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারই পেয়েছেন দশবার! ‘ভাত দে’ ছবিতে শাবানার অভিনয় দেখে কাঁদেননি এমন দর্শক মেলা ভার। প্রতি ছবিতে শাবানা কাঁদতেন, কাঁদাতেন। নিন্দুকেরা বলে কান্না-ই ছিল শাবানার অভিনয়বিদ্যা।শাবানা অভিনয় ছেড়েছেন বহুদিন হলো। চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার পরে শাবানা লোকচক্ষু থেকে একরকম হারিয়েই গিয়েছিলেন। হজ্জ করেছিলেন, হয়ে উঠছিলেন ধর্মপ্রাণ। বোরখা আর হিজাব পরিহিতা এই শাবানা আমার মুগ্ধতা আরো বাড়িয়ে দিয়েছিলো।
শাবানাতে আমি মুগ্ধ হয়েই ছিলাম। থাকতামও হয়তোবা যদি না নিজের স্বামীর সংসদ সদস্য পদে মনোনয়ন বাগানোর জন্যে অন্য এক শাবানাকে দেখতে না পেতাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাবানা কাঁদতে কাঁদতে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী দু’হাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি, তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন, তা সব শিল্পীর, শিল্পের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পাওয়া এ জাতির বড় ভাগ্যের বিষয়।’কান্না জড়ানো কণ্ঠে কথাগুলো বলছিলেন শাবানা। তার এ বক্তব্যের সময় চারপাশে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিল্পী কলাকুশলীসহ সবার চোখে টলমল জল। আহা!….তা শাবানা কাঁদুক, কাঁদাক-আমার তাতে কোন সমস্যা ছিলনা। কিন্তু যে শাবানা বলতে পারেন শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী পাওয়া এই জাতির বড় ভাগ্যের বিষয় সেই শাবানা আমার না। শাবানা এই দেশে পার্মানেন্টলি থাকলে নিজেই হয়তো বুঝতেন পারতেন তার এই বক্তব্য জাতির সাথে কি নিদারুণ পরিহাস।শাবানা এমনকি এটাও জানেননা যে অভিনয় বিদ্যার জন্যে তার এত খ্যাতি, উনি যার কাছ থেকে আজীবন সম্মাননা নিয়েছেন তার কাছে অভিনয়ে তিনি আসলে দুগ্ধপোষ্য শিশু মাত্র।শাবানাকে নিয়ে মুগ্ধতা মাটিচাপা দিলাম।
Kamrul Ahsan Nomani এর ফেসবুক থেকে
Discussion about this post