রাশেদ খান
ঢাকা ট্রিবিউন তাদের ইংরেজী ভার্সনে একটি নিউজ করেছে। তার শিরোনাম হচ্ছে-
” বাংলাদেশের হিন্দুদের হয়ে ব্যাট হাতে ইসরাইলের মেন্দী সাফাদী” (তবে পরবর্তীতে শিরোনাম পরিবর্তন করেছে পত্রিকাটি, ঢাকা ট্রিবিউনের নিউজটি পড়তে এখানে ক্লিক করুণ Israel’s Mendi Safadi now batting for Bangladeshi Hindus)
নিউজের ভিতরে গিয়ে জানলাম, বাংলাদেশের হিন্দু পরিষদ সম্প্রতি , মেন্দী সাফাদী’র মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কে একটি চিঠি দিয়েছে।
সে চিঠিতে “তারা আশাবাদ ব্যাক্ত করে ইসরাইলের সাথে বাংলাদেশের হিন্দুদের একটি “শক্তিশালী সম্পর্ক” তৈরি হবে।
গতকাল দেখলাম, বিএনপি নেতা আসলাম চৌধুরীর কারাবাসের এক বছর তিন মাস হয়েছে। এই এক বছর তিন মাস উনি কারাগারে আছেন, শুধু মাত্র মেন্দী সাফাদীর সাথে উঠানো কয়েকটি ছবির কারনে।
সেখানে মেন্দী সাফাদীর সাথে হিন্দু নেতারা কিভাবে দিনের পর দিন বৈঠক করছে? ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয় নাই। বাংলাদেশের পাসপোর্ট এ লিখা আছে “এই পাসপোর্ট ইসরাইল ছাড়া আর সকল দেশের জন্য”। সেখানে কিভাবে এই হিন্দু পরিষদ ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে “শক্তিশালী সম্পর্ক” স্থাপনের জন্য চিঠি লিখে?
হিন্দু পরিষদের নাম ব্যাবহার করে যারা চিঠি লিখছে, তারা কি স্বাধীন বাংলাদেশের সংবিধানকে গ্রাহ্য করে না? এসব লিখা লিখলেও আবার সমস্যা। অনেকে বলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে লিখছি। কিন্তু, না লিখে কিভাবে এসব বিষয়ে প্রশ্ন করা সম্ভব?
আমার বাড়ির পাশেই আছে একটি ছোট হিন্দু এলাকা। প্রায় ২০ টি পরিবারের বসবাস এখানে আজকে ৩০ থেকে ৩৫ বছর ধরে। ছোট বেলা থেকে বড় হয়েছি সুমন-সুজন নামের দুই সনাতন ধর্মের বন্ধুর সাথে। আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ আজ পর্যন্ত তাদের বন্ধু ছাড়া অন্য কোন চোখে দেখি নাই। তাদের সাথে যখন ক্রিকেট বা ফুটবল খেলতাম। তখন কোনোদিন মাথার ভিতরে আসে নাই ‘ওরা হিন্দু’ । আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই এলাকার কোন হিন্দু নির্যাতনের শিকার হতে আমি দেখি নাই। আমি জানি এই হিন্দু পরিষদের পাঠানো চিঠির কথা সুমন-সুজন সহ অনেক সনাতন ধর্মের মানুষ জানেই না।
তাহলে হিন্দু পরিষদ এর নাম ব্যাবহার করে কারা ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে?
কারা এই দেশে আবার ১৯৪৭ সালের মত ধর্মীয় দাঙ্গার পায়তারা করছে? মেন্দী সাফাদীর সাথে কেবল ছবি থাকার কারনে আসলাম চৌধুরী অপরাধী হয়ে থাকলে। কেন এতবার মেন্দী সাফাদীর সাথে বৈঠক করেও, ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেও হিন্দু পরিষদের নেতারা অপরাধী হবে না?
Discussion about this post