চীনের জিনজিয়াং প্রদেশে পবিত্র রমজান মাসে রোজা রাখা নিষিদ্ধ করেছে দেশটি। কিন্তু এ নিয়ম ভঙ্গ করে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখায় ১০০ জনকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।
জিনজিয়াং প্রদেশ উইঘুর মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ধর্মীয় বিধি-নিষেধ আরোপ করে আসছে চীন সরকার।
জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।
বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে চিন সরকার।
এরই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ।
সূত্র: যুগান্তর
Discussion about this post