`ইন্ডিয়ান শিল্পীরা এই দেশে এসে কাজ করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি! আমার ঘরের ভাত অন্য জন এসে খেয়ে যাচ্ছে, আর আমরা খেতে পারছি না, অভুক্ত হয়ে আছি। আমরা ক্ষুধার্ত থেকে যাচ্ছি।’ কান্নামিশ্রিত ও আবেগাপ্লুত কণ্ঠে এভাবেই বাংলা চলচ্ছিত্রের ইন্ডিয়াগ্রাসী অবস্থার বর্ণনা দিলেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন।
ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে একসময়ের খল ও রম্য অভিনেত্রী নাসরিন এসব কথা বলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে একটি চ্যানেলের ক্যামেরার সামনে তিনি আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন।
নাসরিন বলেন, ইন্ডিয়ান ছবি গুলো আমাদের দেশে দেদারসে চলছে, ইন্ডিয়ান শিল্পীরা এই দেশে এসে কাজ করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি! আমার ঘরের ভাত অন্য জন এসে খেয়ে যাচ্ছে, আর আমরা খেতে পারছি না, অভুক্ত হয়ে আছি। আমরা ক্ষুধার্ত থেকে যাচ্ছি। অনেকে বলে আমাদের দেশের সিনেমার মান ভালো না, ওনারা ভালো সিনেমা দেখবেন। কিন্তু আমার কথা হচ্ছে, “আপনার সন্তান যদি ল্যাংড়া হয়, লুলা হয়, সেই সন্তানকে কি ফেলে দিয়ে পাশের বাড়ির আরেকজনের সুন্দর ছেলেকে নিয়ে আসবেন? কেউই আনবেন না!” কারন, আপনার এই ল্যাংড়া সন্তানকে যত্ন করে সুস্থ করার দায়িত্ব মায়ের, পরিবারের!
তিনি আরো বলেন, আমরা আমাদের দর্শক ভাইদের বুঝাতে পারছি না, আমরা না হয় আপনাদের ল্যাংড়া সন্তান, আমরা অকর্ম, কিন্তু আমাদের কে সুস্থ করবার দায়িত্ব এই রাষ্ট্রের। কিন্তু, তা না করে আপনি পরের সন্তান নিয়ে টানাটানি করছেন।
অভিনেত্রী নাসরিন বলেন, আমাদের নাকের গোড়ায় দাঁড়িয়ে শুটিং করছে, ইন্ডিয়ান শিল্পীরা, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে হচ্ছে, এর চাইতে লজ্জার, এর চাইতে অপমানের আর কিছুই হতে পারে না। আপনি ইন্ডিয়া যেয়ে পারবেন এটা করতে? আমরা চাওয়া মাত্রই ওদের দিয়ে দিচ্ছি, কিন্তু ওদের কাছ থেকে এক কাপ চা খেতে আমাদের কষ্ট হয়, ওরা তো এক কাপ চা-ও আমাদের অনার করে না!
https://www.youtube.com/watch?v=8zWK2Qh7M00
তিনি বলেন, এই দেশে অনেক আগে ঋতুপর্ণা এসে অভিনয় করেছিল, আমি আর মান্না সাহেব ও ওদের ওখানে গিয়ে অভিনয় করেছি। আমাদের ১৫ জনের জন্য ঋতুপর্ণা একটা মুরগী পাঠিয়েছিল। আর আমাদের দেশে আসলে, টেবিলে হাজার রকমের খাওয়ার আইটেম দেখে, ঋতুপর্ণা বলে “বাংলাদেশে এসে এত খাওয়ার খেয়ে আমি মোটা হয়ে যাই” ।
নাসরিন কান্নামিশ্রিত কণ্ঠে বলেন, আজকে আপনারা ল্যংড়া-লুলা বলে আমাদের কে অস্বিকার করছেন, আমাদের গায়ে থুথু মেরে পাশের বাড়ির সুন্দর ছেলেকে বরন করে নিয়ে আসছেন। কিন্তু একবার ভেবে দেখবেন , যাকে অস্বিকার করছেন, যার গায়ে থুথু মারছেন- সে আপনার সন্তান!
শেষের দিকে নাসরিন প্রায় কাঁদতে কাঁদতেই কথা গুলো বলছিলেন।
Discussion about this post