ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান।
অপু বিশ্বাস দাবি করেছেন, প্রায় নয় বছর আগে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং প্রায় সাত মাস আগে তাঁদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তবে শাকিব খান সন্তানটি নিজের বলে স্বীকার করলেও অপুর সঙ্গে বিয়ের তথ্য সত্য নয় বলে দাবি করেছেন।
অপু বিশ্বাস ও শাকিব খানের এই বক্তব্য গতকাল থেকেই মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ঢালিউডের কয়েকজন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ও তাঁর সহশিল্পী।
চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, যা ঘটেছে তাই হয়েছে। এটা স্বাভাবিক। পরবর্তী সময়ে আরো অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে অনেক ঘটনা উন্মোচিত হবে।
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর বলেন, ‘তাদের থেকে দর্শক এখন মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং ব্যক্তি শাকিব ও অপু বিশ্বাসের কী ক্ষতি হয়েছে জানি না, তবে বাংলা চলচ্চিত্রের ক্ষতি হয়ে গেল। এত দিন আমরা বলেছি বিভিন্ন কারণে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এবার এই ঘটনা চলচ্চিত্রের ধ্বংস হওয়াটাকে দেখিয়ে দিচ্ছে।’
তরুণ চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল বলেছেন, ‘শাকিব খান একনম্বর নায়ক। এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই। এখানে কিছু মানুষ ঘোলা জলে মাছ শিকার করতে চাইবে। এই সুযোগ কোনোভাবে দেওয়া যাবে না। কারণ শাকিব খানের ওপর আমাদের সিনেমা শিল্পটি দাঁড়িয়ে আছে। তবে একটা বিষয় আমাকে অবাক করেছে শাকিব খানের এই বিষয়টি আমার ‘সত্তা’ ছবির কাহিনীর সঙ্গে মিলে যায়। আমার ছবিতে প্রথমে শাকিব খান নিজের সন্তানকে স্বীকার না করলেও পরে স্বীকার করে। যাহোক আমি আশা করব শাকিব খান বিষয়টি সুবিবেচকের মতো সমাধান করবেন।’
আরেক চলচ্চিত্র নির্মাতা সাফিউদ্দিন সাফি বলেন, বিষয়টি দ্রুত স্বাভাবিক হলে সবার জন্য ভালো। তবে এটা ঠিক যে, অপু বিশ্বাস এটি বুদ্ধি দিয়ে করেননি, আবেগে করেছেন।
মোস্তাফিজুর রহমান মানিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘তাঁদের সম্পর্কের বিষয়টি যেমন পারস্পরিক বোঝাপোড়ার মাধ্যমে হয়েছে। ঠিক তেমনি এই বিষয়টি সেভাবে সমাধান হওয়া উচিত। সুষ্ঠু সমাধান হলে তাঁদের সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে। শাকিব খান বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। আশা করি, এই সমস্যার দ্রুত সমাধান হবে। তবে এখানে দেখার বিষয়, এই ঘটনায় শাকিব খানের ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না।’
মুখ খুলেছেন শিল্পীরাও চলচ্চিত্র অভিনেতা আসিফ ইমরোজ বলেন, ‘আমি চাই নিষ্পাপ শিশুটি বাবা-মা দুজনকেই কাছে পাক। কোনোভাবেই যেন বাবা-মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে বিষয়টির মীমাংসা করা উচিত।’
আরেক অভিনেতা কায়েস আরজু বলেন, ‘শাকিব ভাইয়ের সন্তানকে দেখে মনটা ভরে গেল। তাঁদের দুজনকে শুভকামনা। তবে আমি চাই এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। অন্তত সন্তানের দিকে তাকিয়ে সমাধান করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া উচিত। দেশবাসী বরং খুশিই হবে।’
শাকিব খান প্রায় এক দশক ধরে চলচ্চিত্র জগতে শীর্ষস্থান দখল করে আছেন। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তবে ব্যক্তিজীবনে বিতর্কের জন্ম দিলেন শাকিব।
সূত্র: এনটিভি অনলাইন
Discussion about this post