মিশরে গির্জা লক্ষ্য করে দুই দফা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলীয় তানতা শহরে সেন্ট জর্জ’স কপটিক চার্চ টার্গেট করে প্রথম হামলাটি হয় এবং বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
এর কিছু সময়ের ব্যবধানে আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণের খবর আসে। সেখানেও একটি গির্জার সামনে বিস্ফোরণ হয় এবং সেখানে কমপক্ষে ১৩ জন নিহন হয়েছেন যাদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন।
দুটি বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছেন।
ধর্মীয় পাম সানডে অনুষ্ঠানে অংশ নিতে বহু মানুষ ওই সময় গির্জা এলাকায় ছিলেন। ইসলামিক স্টেট দাবি করেছে তারাই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে।
আলেকজান্দ্রিয়ায় আত্মঘাতী হামলাকারী গির্জায় ঢুকতে বাধা পেয়ে নিজেকে উড়িয়ে দেয়।
আর তানতার প্রাদেশিক গভর্নর আহমেদ ডেইফ রাষ্ট্র-নিয়ন্ত্রিত নাইল চ্যানেলে বলেছেন, ‘সেখানে আগে থেকে বোমা পেতে রাখা হতে পারে কিংবা আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয়ে থাকতে পারে।’
প্রথম হামলার পর আশ-পাশের এলাকায় আরো বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি চালানো শুরু হয়।
সূত্র: বিবিসি
Discussion about this post