ভারতের রাজস্তান রাজ্যে এক মুসলমানকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকরা। হরিয়ানার বাসিন্দা পেহলু খান (৫৫) নামক ওই মুসলিম ব্যক্তি গরু নিয়ে কোথাও যাওয়ার সময় গোরক্ষক বাহিনী শনিবার তাকে আটকিয়ে মারধর করে। তাদের প্রহারে পেহলু খান সোমবার রাতে মারা যায় বলে পত্রিকার খবরে জানা যায়।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘গো-সুরক্ষা দল’ নামে বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের একদল কর্মী পেহলু খান ও আরো ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এমনকি আক্রমণের শিকার ব্যক্তিরা গরু কিনে নিয়ে যাওয়ার কাগজ পত্র দেখিয়েও হামলাকারীদের হাত থেকে নিস্তার পায়নি। এসব মুসলানকে পিটিয়ে মারার একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গত শনিবার সন্ধ্যায় জাগোবাস সীমান্তের কাছে এই হামলার ঘটনা ঘটে। খান ও তার ৪ সঙ্গী গরু পাচার করছে এই কথা বলে গোরক্ষকরা খানকে পিটিয়ে হত্যা করে। এর আগে অর্জুন নামে এক রাখালকে ছেড়ে দেয় গোরক্ষকরা।
এক পুলিশ কর্মকর্তা জানান, আহত ৫ জনকে আলোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পেহলু খান সোমবার রাতে হাসপাতালে মারা যায়।
এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি বলে পত্রিকার খবরে জানানো হয়।
পেহলু’র চাচা জানান, হামলাকারীরা তাকে দৌড়ে পালিয়ে যেতে বলে। পালাতে গেলে হামলাকারীরা তার ওপর ঝাপিয়ে পড়ে। হামলায় আহত পেহলুর বন্ধু আজমত এবং অন্য ৩ জন হাসপাতাল থেকে হরিয়ানার নুহ-এ নিজেদের এলাকায় ফিরে গেছেন। হাসপাতালে তাদেরকে ঠিক মত চিকিৎসা দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় গোরক্ষকদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর
Discussion about this post