ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের বৈঠক হয়েছে। নিজেদের মধ্যকার মতানৈক্য দূর করাই ছিল ওই বৈঠকের লক্ষ্য।
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে পশ্চিম তীরের রামাল্লায় স্বশাসন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজনৈতিক মতভেদ ভুলে ফিলিস্তিনীদের জাতীয় ঐক্য সুসংহত করার উপায় নিয়ে পর্যালোচনা করা হয়।
হামাসের প্রতিনিধি দলের প্রধান নাসের উদ্দিন শায়ের ওই বৈঠককে অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনীদের ঐক্য ও সংহতির প্রস্তাব নি:শর্তভাবে মেনে নিয়েছেন। দুই সংগঠনের মধ্যে এই সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন এই নেতা।
২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের বিজয়ের ফলে স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছিল।
সূত্র: পার্সটুডে
Discussion about this post