ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, চীনা বংশোদ্ভুত মার্কিন নাগরিককে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে আটক ও বিচার করা হয়েছে।
তিনি আরো বলেন, “আমেরিকা ইরানকে হুমকি দিয়েছে কিন্তু হুমকির এ ভাষা সঠিক নয়। অবশ্যই আমেরিকা এমন ভাষায় হুমকি দিতে পারে না এবং এটা করা উচিতও নয়।”
সাম্প্রতি মার্কিন রাজনীতিবিদরা ইরানের কারাগারে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে তেহরানকে হুমকি দিয়ে বলেছেন, ওই নাগরিককে মুক্তি দেয়া না হলে ইরানকে কঠোর পরিণতি বরণ করতে হবে। এর জবাবে বাহরাম কাসেমি এসব মন্তব্য করলেন। তিনি বলেন, “হুমকির যুগ শেষ হয়ে গেছে এবং তাদের কিছু মন্তব্য ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের দৃষ্টান্ত তুলে ধরেছে।”
কাসেমি বলেন, ইরান একটি স্বাধীন ও ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার দেশ। এখানে সরকারের তিনটি শখা রয়েছে এবং বিচারবিভাগ দেশের আইন রক্ষার জন্য তার নিজের দায়িত্ব পালন করেছে। আমেরিকার পক্ষ থেকে যে হুমকি দেয়া হচ্ছে ইরানের বিচারবিভাগের ওপর তার কোনো প্রভাব পড়বে না।
সূত্র: পার্সটুডে
Discussion about this post