একদিকে আন্ডার ডগ হিসেবে টুর্নামেন্টে আসা শ্রীলংকা, অন্যদিকে টপ ফেবারিট ভারত। তাই প্রথম ইনিংসে ভারতের ৩২১ রানের বড় সংগ্রহ দেখে শ্রীলংকা আরো একটি বড় পরাজয় বরণ করতে যাচ্ছে এমনটি যারা ভেবেছিলেন, তাদের ভাবনাকে কি দারুণভাবেই না মিথ্যা প্রমাণ করেছে দ্বীপ দেশটি। ৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই ম্যাথুস বাহিনী টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। সেই সাথে এই জয়ে হিসাব পাল্টে গেল গ্রুপের।
বি গ্রুপের ফেবারিট হিসেবে ধরা হয়েছিল ভারত আর দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু উভয় দলই প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার দেখলো। গতকাল দক্ষিণ আফ্রিকা হেরেছে পাকিস্তানের কাছে আজ ভারত শ্রীলংকার কাছে। চার দলেরই এখন সমান দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়। ফলে এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
ওভালে আজ বাঁচা-মরার ম্যাচে ভারতের ৩২১ রান তাড়া করতে নেমে মিডল অর্ডারের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌছায় শ্রীলংকা। ভারতের দেয়া অপেক্ষাকৃত বড় টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১১ রানে ওপেনার নিরোশান ডিকওয়েলাকে হারালেও দ্বিতীয় উইকেটে ধানুস্কা গুনান্তিলাকা ও কুশল মেন্ডিসের ১৫৯ রানের জুটিতে ঘুরে দাড়ায় দ্বীপ দেশটি।
পর পর দুটি রান আউটে ধানুস্কা(৭৬) ও মেন্ডিস(৮৯) ফিরে যাওয়ার পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সাথে কুশল পেরেরার জুটিতে আবারো জয়ের পথে ছুটতে শুরু করে দলটি। ম্যাথুস ও পেরেরার জুটি ৭৫ রানের জুটিতে জয়ের সুবাস পেতে শুরু করে লংকানরা। ব্যক্তিগত ৪৭ রানে পেরেরা চোট পেয়ে মাঠ ছাড়ার পর আসেলা গুনারত্নের সাথে আরেকটি অর্ধশত রানের জুটিতে ম্যাচ শেষ করেন ম্যাথুস। শেষ পর্যন্ত ম্যাথুস ৫২ ও গুনরাত্নে ৩৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।
এর আগে ব্যাট করে শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২১ রানের সংগ্রহ গড়ে ভারত। রোহিত শর্মা ৭৮ ও মহেন্দ্র সিং ধোনী ৬৩ রান করেছেন।
সূত্র: নয়াদিগন্ত
Discussion about this post