মহানবী (সাঃ)কে অবমাননাকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হলো না!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪০তম ব্যাচের ছাত্র ছাত্রলীগ নেতা পল্লব আহমেদ বুধবার সকালে তার ফেসবুকে রাসুল (সাঃ)এর অবমাননাকর (যা লেখা আমার পক্ষে সম্ভব নয়) স্ট্যাটাস দিলে তীব্র ক্ষোভ, নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবীতে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
গুটিকয়েক নাস্তিক-ইসলামবিদ্বেষী নরপশুর অপকর্মের কারনে সমাজ আজ ভয়ংকরভাবে বিপর্যয়ের শিকার! মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে হেয় ও কটাক্ষকারী এইসব নরপিচাশরাই প্রকৃত অর্থে চরমপন্থী।
আর এদেরকে বিচারের মুখোমুখি না করে, উল্টো রাজনৈতিক আনুকূল্য ও বিচারিক দায়মুক্তি প্রদানকারীরাই সমাজ, ধর্ম ও মানবতার প্রতিপক্ষ।
প্রধানমন্ত্রী তার নিজের বিরুদ্ধে সামান্যতম কটুক্তিকারীকে বিদ্যুত গতিতে মামলা-গ্রেফতার করে অহরহ হাজতে ঢুকাচ্ছেন! অন্যদিকে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল (সাঃ)এর অবমাননাকারীকে প্রগতিশীলতার নামে ছাড় দেয়া হচ্ছে! এতে মানুষের মনে প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রীর চোখে কার মর্যাদাটুকু বেশী?
Tuhin Malik এর ফেসবুক থেকে
Discussion about this post