জঙ্গী হামলা নিয়ে সরকারী বয়ানে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এবং সরকারী বয়ান নিয়ে প্রশ্ন করলে ‘জঙ্গী মদতদাতা’ হিসেবে চিহ্নিত হবা ভয়ে প্রশ্ন করার সাহস এত বেশি হারিয়ে ফেলেছি যে, এখন আর এইসব ছোট-খাটো বিষয় খেয়াল করি না।
নরসিংদীতে জঙ্গী আস্তানা হিসেবে একটি ভাড়া বাসাকে চিহ্নিত করে র্যাব-পুলিশ বরাবরের মতই মিডিয়ায় প্রচার করতে শুরু করেছিল যে ঐ বাসায় অনেক বিষ্ফোরক আছে, ৪/৫ জন জঙ্গী আছে, তাদের আত্মসমর্পন করতে মাইকিং করা হয়েছে… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
বিগত জঙ্গী হামলাগুলোর সময়ও এমনই ঘটেছে। একটি বাড়ী ঘেরাও করে সাধারণ মানুষ ও সাংবাদিকদের মাইল খানেক দুরে সরিয়ে রেখে জঙ্গীদের উদ্দেশ্যে মাইকিং করে আত্মসমর্পনের আহবান জানানো হয়। জঙ্গীরা আত্মসমর্পন করে বাইরে আসে না, তারপর র্যাব-পুলিশ অভিযান চালায়, মাইল খানেক দূরে দাঁড়িয়ে জনগণ আর মিডিয়া ঠুস-ঠুস শব্দ শোনে; শেষে জানতে পারে- জঙ্গীরা সবাই সুইসাইড ভেস্ট পরে আত্মহত্যা করেছে।
Wahiduzzaman এর ফেসবুক থেকে
Discussion about this post