অ্যানালাইসিস বিডি ডেস্ক
সিরিয়ার উপকূল অঞ্চল পূর্বগৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় সরকারী বাহিনীর অব্যাহত বিমান হামলা ও বোমাবর্ষণে ১৩ দিনে মৃতের সংখ্যা ৬৭৪ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।
হোয়াইট হেলমেট নামক একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংগঠন নিহতের এই সংখ্যার কথা জানিয়েছে।
ফেব্রুয়ারি ১৮ তারিখে রাশিয়ার সহায়তায় এই আক্রমন শুরু হয়। উল্লেখ্য এই অঞ্চলটিতে প্রায় ৪ লাখ লোকের বাস। গত ২০১৩ সালের মাঝামাঝি এই এলাকাটি বিদ্রোহী গ্রুপের হাতে চলে যায়।
এই বিমান হামলার নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৩০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল সব পক্ষই। কিন্তু বিমান হামলা অব্যহত থাকায় এই যুদ্ধবিরতিটি ব্যর্থতায় পর্যবসিত হয়।
হোয়াইট হেলমেটের একজন সদস্য অ্যাডাম জানান নিহতদের মধ্যে ২২টি শিশু ও ৪৩ জন নারীও রয়েছে। তিনি জানান আবাসিক এলাকাগুলিতে সিরিয়া সরকারের বিমান হামলা এখনও বন্ধ হয়নি।
এই অঞ্চলের হাজারেরও অধিক পরিবার একাধারে বোমাবর্ষণে নিরূপায় হয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।