পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও জিও টিভির নির্বাহি পরিচালক হামিদ মীর বৃস্পতিবার ঘোষণা করেছেন যে, ২০১৩ সালে তার পিতা ওয়ারিস মীরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পুরস্কার প্রদান করেছেন তা তার কাছে আবার ফিরিয়ে দেবেন।
হাসিনার কাছে পুরস্কার ফিরিয়ে দেয়া প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি বলেছেন, ” আমাদের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে আরও খারাপের দিকে নিয়ে গেছেন। এই পুরস্কার দিয়ে তিনি আমাদের প্রতারিত করেছেন। ”
মীর বলেন, ” নিজেদের বিশ্বাসের কারণে ১৯৭১ সালের সামরিক অভিযানের বিরোধিতা করার কারণে যেসব পাকিস্তানিকে এই পুরস্কার দেয়া হয়েছিল তাদের কাছে এখন এটা প্রতারণার প্রতীক বলে মনে হচ্ছে।”
তিনি বলেন, “আমি অনেক সহানুভূতির সাথে বিবেচনার পরও মনে করছি আমাদের সবারই প্রতারণার এই প্রতীক (পুরস্কার) (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে ফেরত দেয়া উচিত । আমি অন্তত অবশ্যই এটি করবো। ”
বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তব্যে মীর বলেন, “এই পুরস্কার এই মর্মে মিথ্যা প্রচারের মাধ্যমে দেওয়া হয় যে বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে আরও ভালো সম্পর্ক চায়। শেখ হাসিনা এই পুরস্কার দেয়ার মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের আসলেই প্রতারিত করেছিলেন।
হামিদ মীর দুই দেশের অভিন্ন ইতিহাসকে স্মরণ করে আরো বলেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রথম যেখানে শুরু হয়েছিল সেই ঢাকায় তিনি সফর করেছেন তার বাবা-মায়ের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করার জন্য। তখন তিনি এ ধারণা করেন যে শেখ হাসিনা সত্যিই দুদেশের উন্নততর সম্পর্ক চান।
তিনি হতাশা ব্যক্ত করে বলেন, সম্পর্ক উন্নয়নে সহায়তার পরিবর্তে প্রধানমন্ত্রী হাসিনা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে গেছেন। এর উদাহরণ হিসাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি থেকে ফিরে এসে বাংলাদেশ ক্রিকেট টীমকে পাকিস্তানে পাঠাতে আবারও অস্বীকার করেছেন।
হামিদ দাবি করেন “তিনি (হাসিনা) পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ করতে চান”।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর
Discussion about this post