অ্যানালাইসিস বিডি ডেস্ক
অবশেষে সাহেদকে গ্রেফতার দেখিয়ে সকল নাটকীয়তার অবসান ঘটালো র্যাব। আজ বুধবার সকালে সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। র্যাবের দাবি সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ৫.০০ থেকে ৫.৩০ এর দিকে তাকে গ্রেফতার করা হয়।
গত কয়েক দিনে সাহেদের গ্রেফতার নিয়ে অ্যানালাইসিস বিডি একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয় সাহেদকে র্যাপ হেফাজতে রাখা হয়েছে। রফাদফা শেষ হলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয় গ্রেফতারি পরোয়ানার নাটক সাজিয়ে সীমন্ত এলাকা থেকেে এই প্রতারককে গ্রেফতার দেখিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলো এমন সময় তাকে গ্রেফতার করা হয়। অবশেষে অ্যানালাইসিস বিডির প্রতিবেদনটি সত্য হলো।
দেখা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিদিনই গণমাধ্যমকে বলে আসছিলেন, সাহেদ যদি আত্মসমর্পণ না করে তাহলে তাকে গ্রেফতার করা হবে। মন্ত্রীর এই কথা থেকেই বুঝা যায় সাহেদের অবস্থান সম্পর্কে তাদের জানা আছে।
অপরদিকে,গত সোমবার সন্ধ্যায় অর্থআত্মসাতের একটি মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিভিন্ন জায়গায় অভিযানের নামে নাটকীয়তার জন্ম দেয়। এছাড়া আদালতের এই গ্রেফতারি পরোয়ানা জারির পরই জানা যায়, সাহেদ পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পুলিশ তৎপর দেখানো হয়। যা সবই ছিলো নাটকীয় স্ক্রিপট।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সাহেদের কোমরে যে পিস্তল রাখা হয়েছে সেটি খেলনা পিস্তল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর জনমনে হাস্যরসের জন্ম নিয়েছে। অনেকেই বলছেন অবশেষে নাটকীয়তার অবসান হলো কিন্তু ক্ষমতাসীনদের স্ক্রিপট লেখার হাত পরিপক্ক হলো না। কেউ কেউ বলছেন, পিস্তলটা কাঠের মত দেখা যায়। একজন অপরাধী যখন দেশ ছেড়ে পালাচ্ছে তখন কোমরে এভাবে পিস্তল রাখে কিভাবে? এটা সরকারের নাটক।
আরও পড়ুন:
ক্যাসিনো থেকে রিজেন্ট কাণ্ড সুবিধাভোগী শতাধিক সাংবাদিক!
চাঁদাবাজিতে লিপ্ত অনেক সাংবাদিক, ক্যাসিনো সুবিধাভোগী শতাধিক
গণভবন পর্যন্ত ছিল প্রতারক শাহেদের ক্ষমতার জোর!
অনুমোদনহীন হাসপাতালে করোনা টেস্ট, ভুয়া রিপোর্ট দিয়ে ধরা আ.লীগ নেতা
সাহেদকে র্যাব হেফাজতে রেখেই গ্রেফতারি পরোয়ানা নাটক!