তুরস্ক এখন নিপীড়িত মানুষের ‘আশার আলো’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরগোদান।
তিনি বলেন, ‘তুরস্ক হচ্ছে বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ‘আশার আলো’। এ কারণেই আমরা সন্ত্রাসী সংগঠনগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।’
রোববার তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বার্তায় এরদোগান এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এজন্য জঙ্গিগোষ্ঠী দায়েশ, পিকেকে, পিওয়াইডি/ওয়াইপিজি এবং এফটিও’র মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে আমরা কখনোই মেনে নেব না। আমাদের লক্ষ্য অর্জনে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ে যাব।
পশ্চিমা মিডিয়া তুরস্কের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচার করে বলেও মন্তব্য করেন এরদোগান।
গত বছরের ব্যর্থ সেনা অভ্যুত্থানের কথা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ২৫০ জন শহীদের বিনিময়ে এবং দুই হাজার ১৯৩ জন ঝানু কর্মীর কারণে ১৫ জুলাই মহিমান্বিত হয়ে আছে। সেই রাতে যুবক-বৃদ্ধ নারী-পুরুষসহ তুর্কিবাসী প্রতিরোধ গড়ে তোলার কারণে গণতন্ত্র টিকে আছে।
সূত্র: যুগান্তর
Discussion about this post