তুরস্ক থেকে ফয়সাল
তুরস্কে বিদেশী ছাত্রদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান “উদেভ” এর আয়োজনে যুব ক্রিড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় দুইদিন ব্যাপী একযোগে ৫৮ টি শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তুরষ্ক-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের উদ্যেগে বাংলাদেশী ছাত্র ছাত্রীদের নিয়ে ১৫ টি গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশী স্টলের মাধ্যমে সেখানে দেশীয় সংস্কৃতি উপস্থাপন করা হয়।
বাংলাদেশের পোশাক, খাবার, মৌসুমি ফল, জাতীয় পশু, ঐতিহ্যবাহী জিনিসপত্রের মাধ্যমে তুরস্কসহ শতাধিক দেশের অধিবাসীদের কাছে বাংলাদেশের ইতিবাচক পরিচয় ফুটিয়ে তোলা হয়।
বাংলাদেশী শিক্ষার্থীরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে বিনামূল্যে বিতরন করেন। অনুষ্ঠানের শুরু থেকেই বাংকাদেশী স্টলে উপচেপড়া ভীড় দেখা যায় এবং বিভিন্ন দেশের মেয়েরা বাংলাদেশের শাড়ী পরিধান করে ছবি তোলেন।
অনুষ্ঠানের কালচারাল সেশনে বাংলাদেশের বিভিন্ন রকম গান ও বিদেশীদের বাংলায় কথা বলার প্রতিযোগীতার আয়োজন করা হয়, এবং বিজয়ীদের মাঝে তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের নেতৃবৃন্দ পুরষ্কার বিতরন করেন।
দুই দিন ব্যাপী এই সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান, সাবেক মন্ত্রী রেজাই ককুতান, খনিজ মন্ত্রী বাইরাক, তুরস্ক-বাংলাদেশ মৈত্রীর সংসদীয় সভাপতি আবু বকর গিজলীগিদার এমপি, উদেভের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আলী বুলাদসহ তুরষ্কের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পরিদর্শন করেন।
Discussion about this post