ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং আজ (সোমবার) অভিযোগ করেছেন, দেশটির তেলেঙ্গানা রাজ্যের পুলিশ আইএসআইএস’র নামে ভুয়া ওয়েবসাইট চালু করে মুসলিম তরুণদেরকে উগ্রবাদী করছে। তাদেরকে আইএসআইএসে যোগ দিতে বাধ্য করছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ভারতসহ বিশ্বের অনেকস্থানেই আইএসআইএস, আইএস বা আইএসআইএল বলা হয়।
তিনি এক টুইট বার্তায় এ অভিযোগ করার পর নতুন করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। উত্তেজনা সৃষ্টিকারী তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে মুসলিম তরুণদের উস্কে দেয়াটা কতটা নৈতিক সে প্রশ্নও করেছেন কংগ্রেসর সাধারণ সম্পাদক।
অবশ্য তার টুইটবার্তা প্রকাশিত হওয়ার পর রাজ্যের সরকার ও পুলিশ প্রতিক্রিয়া দেখিয়েছে। তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি এবং পৌরসভা প্রশাসন বিষয়কমন্ত্রী কে টি রামা রাও বা কেটিআর পাল্টা টুইট বার্তায় এসব মন্তব্য শর্তহীনভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ সংক্রান্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তেলেঙ্গানার পুলিশও ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র: পার্স টুডে
Discussion about this post