পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ২ ভারতীয় সেনা হত্যার প্রতিশোধ হিসেবে কথিত সার্জিক্যাল স্ট্রাইকে ৭ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করছে ভারতীয় সেনাবাহিনী।
এমন খবর জানিয়েছে ইন্ডিয়ান টাইমসের বাংলা ভার্সন এইসময় অনলাইন।
অনলাইনটি জানায়, রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা ডিঙিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায় পাক বাহিনী। দুই ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করার পরে তাঁদের অঙ্গহানি করা হয়। প্রতিবেশী রাষ্ট্রের এমন আক্রমণে ক্ষোভ উগরে দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছিলেন, শহিদ জওয়ানদের আত্মবলিদান বিফলে যাবে না। তাঁর ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ হানল ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সেনাদের দাবি, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে মোতায়েন পাকিস্তানি সেনা শিবিরে সরাসরি হানা দেন ভারতীয় সেনা কম্যান্ডোরা। ঘটনায় ৭ পাক সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি করে তারা। একই সঙ্গে কৃষ্ণা ঘাটির ঠিক উল্টো প্রান্তে কিরপান ও পিম্পল সেনা ঘাঁটিতে ধ্বংস করা হয়েছে ২টি পাক বাঙ্কার।
এদিকে এই হতাহতের ব্যপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
Discussion about this post