সুশাসন নীতি ও আর্থিক মডেল পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভোটাভুটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড শোচনীয় পরাজয় বরণ করেছে। আজ বুধবার দুবাইতে আইসিসির পূর্ণ সদস্যরা একজোট হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়।
আর্থিক মডেল প্রস্তাবটি ৯-১ ভোটে গৃহীত হয়। এর বিরুদ্ধে একমাত্র ভারত ভোট দেয়। আর সুশাসন কাঠামো পরিবর্তন প্রস্তাবটি পাশ হয় ৮-২ ভোটে। এতে যে দুটি দেশ আপত্তি করে, তার অন্যতম ছিল ভারত। অপর দেশটি ছিল শ্রীলঙ্কা।
আর্থিক মডেলের যে প্রস্তাবটি পাশ হয়েছে, তার আলোকে আইসিসিরি রাজস্ব থেকে ভারত পাবে মাত্র ২৯০ মিলিয়ন ডলার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চেয়েছিল এর প্রায় দ্বিগুণ অর্থ। অর্থ প্রস্তাবটি কেবল ভারতই বিরোধিতা করে। মঙ্গলবার আইসিসি ভারতকে প্রায় ৪০০ মিলিয়ন ডলার দিয়ে একটি আপসরফা করতে চেয়েছিল। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করেছিল। ভারত ‘তিন মোড়ল’ মডেলের আওতায় ৫৭০ মিলিয়ন ডলার দাবি করেছিল।
সমঝোতা প্রস্তাবটি দিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান (ভারতীয়) শশাঙ্ক মনোহর।
আইসিসির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ভারত তখন প্রধান প্রধান পূর্ণ সদস্যের দ্বারস্থ হয় তাকে সমর্থন করার জন্য। কিন্তু কেউই ভারতের পক্ষে থাকেনি।
সূত্র: নয়াদিগন্ত
Discussion about this post