ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘দাঙ্গাবাজ’ পার্টি হিসেবে অভিহিত করে বলেছেন, ওরা ধর্মের মাধ্যমে সহিংসতা ছড়ায়।
আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের কুচবিহারে এক জনসভায় জনতার উদ্দেশে মমতা বলেন, ‘আমি আপনাদের বলব, দয়া করে বিজেপি’র সঙ্গে কেউ যাবেন না। এই রাজনৈতিক দল মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ করে। আগুন লাগায়, দাঙ্গা করে, গোলযোগ সৃষ্টি করে, লোকেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়।’
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘এরা হিন্দু নয়, হিন্দুর নাম করে হিন্দু ধর্মকে বদনাম করে।’
মমতা আজ ক্ষুব্ধ কন্ঠে বলেন, ‘কীসের হিন্দুত্ব? আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব মানি, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব মানি, বেদ, পুরাণ মানি, কুরআন মানি, গ্রন্থসাহিব মানি, জেন্দাবেস্তা মানি, বাইবেল মানি, ত্রিপিটক মানি। কিন্তু বিজেপি’র ভেদাভেদ করা হিন্দুত্ব, দাঙ্গা হিন্দুত্ব মানি না।’
মমতা বলেন, ‘হিন্দু ধর্ম লাখ লাখ বছরের পুরোনো ধর্ম। বেদ যখন লেখা হয়েছিল তখন কী বিজেপি ছিল? রামকৃষ্ণ, বিবেকানন্দ হিন্দুধর্মের মনীষী। বিজেপির থেকে আমাদের হিন্দু ধর্মের পাঠ নিতে হবে না।’
তিনি বলেন, ‘আমি সব ধর্মকে ভালোবাসি, সম্মান করি, বিভেদের রাজনীতি বরদাস্ত করব না। বিজেপির দাঙ্গার রাজনীতি আমরা মেনে নেব না। ওরা এখন বলছে গরুরও আধার কার্ড লাগবে।’
মানুষের উন্নয়নের কাজ করার বদলে বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে বলেও মমতা মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে
Discussion about this post