গতকাল গনভবনে কওমী মাদ্রাসার আলেম ও হেফাযতে ইসলাম নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদীসকে মাষ্টার্সের মান দেওয়ার ঘোষণা দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী সুপ্রীম কোর্টের সামনের মূর্তি সরানোর পক্ষেও নিজের মত ব্যাক্ত করেন।
সরকার কর্তৃক হেফাজত ও কওমী নেতাদের সব দাবি মেনে নেয়া নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম চুলছেঁড়া বিশ্লেষণ চলছে। তর্ক বিতর্ক চলছে।
কেউ বলছেন, হেফাযতে ইসলাম সরকারের সাথে হাত মিলিয়েছেন। কেউ বলছেন হেফাযতে ইসলাম সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছে। না হলে হেফাযতের দাবি অনুয়ায়ী পাঠ্যপুস্তক পরিবর্তন, কওমী সনদের স্বীকৃতি প্রদান এবং মূর্তি অপসারনের মত দাবিসমূহ সরকার এত সহজেই মেনে নিবে কেনো? যেই সরকার কিনা কয়েক বছর আগেই শাপলা চত্তরে হেফাজতে ইসলামের উপর অপারেশন ফ্ল্যাশ আউট পরিচালনা করেছিলো।
এমন তর্ক বিতর্কের মাঝেই টিভি ব্যাক্তিত্ব ও প্রসিদ্ধ কওমী আলেম হাসান মোহাম্মদ জামিল একটি জবাবমূলক পোষ্ট করেছেন তাঁর ফেসবুক আইডিতে।
তিনি তার পোষ্টে বলেছেন, ‘কাউকে স্বীকৃতি দিতে (গনভবনে) যাই নি, দাবী আদায় করতে গিয়েছি। স্বীকৃতি দিতে গেলে নাহয় এমন আপত্তি করা যেত। শত্রুর সাথে রক্তপাতহীন সন্ধি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি? নাকি সারাজীবন ওহুদের রক্তের কথা ভেবেছেন!?’
মাওলানা হাসান মোহাম্মদ জামিলের ফেসবুক পোষ্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-
প্রসঙ্গ স্বীকৃতি: এলোমেলো ভাবনা
————————————————-
১. স্বীকৃতির ভালো দিক; কেবল দাওরার মান। কারণ আগের স্থরের মান পেলে সেই সনদ নিয়ে ছাত্ররা ইউনিভার্সিটিতে চলে যেত, যেমনটি যাচ্ছে আলিয়ায়। ফলে কামেলে দিন দিন ছাত্র কমছেই!
২. স্বীকৃতি চায় নি অনেকেই, পক্ষ দু’টি। একপক্ষ হিংসায়, আরেকপক্ষ ভবিষ্যত চিন্তায়!
হিংসুক শ্রেণির কিছু আপত্তি:
ক. মাস্টার্স ঠিক মত বানান করতে জানে না যারা তারা আজ মাস্টার্সের স্বীকৃতি পেল!
আমার কথা:
সমাজের অধিকাংশ পুষ্টিহীন দরিদ্র জনগোষ্ঠীর বাস কওমী মাদ্রাসা। কোথাও চলে না, মাদ্রাসায় পাঠিয়ে দাও; আতুর-লুলা-কানা, মেধাহীন দুষ্টদের আবাসস্থল কওমী মাদ্রাসা!
উস্তাদদের অক্লান্ত পরিশ্রম, রাত দিনের গাধার খাটুনি আর তা’লীম তারবিয়তের ঘষামাজায় এরাই হয়ে উঠে সমাজের আদর্শ সন্তান।
শুদ্ধ বানানের চেয়ে বেশি গুরুত্ব পায় সুস্থ মস্তিষ্ক তৈরি।
এতো গেলো একদিক। অন্যভাবে যদি বলি তাহলে বলবো-আমাদের মিডিয়াম আরবি, টার্গেট কুরআন হাদিসের সঠিক বুঝ, কওম ও মিল্লাতের আখেরাত বিনির্মাণই যাদের লক্ষ্য, ইংরেজি আর বাংলা বানানের পেছনে এত ছুটার সময় তাদের কই!?
তারপরও বলবো আমরা অন্যজগতের হয়েও পিছিয়ে নেই; আলহামদুলিল্লাহ!
যোগ্য অযোগ্য সব জায়গাতেই কমবেশ আছে।
খ. নারী নেতৃত্ব হারাম, হাসিনার পাশে আরাম!
আমার কথা:
১.আমাদের ঘরানায় নারী নেতৃত্ব হারাম বলেন যারা তাদের উল্লেখযোগ্য কেউ এ বৈঠকে ছিলেন না!
২. রাজনীতির ময়দানে পাশাপাশি হাসিখুশি অবস্থান আর দাবী আদায়ে কাছে যাওয়া কোনভাবেই এক নয়। সাহাবায়ে কেরামও (রাযি.) অমুসলিম শাসকদের কাছে গিয়েছিলেন!
গ. শাপলার রক্তের সাথে গাদ্দারি!
আমার কথা:
কাউকে স্বীকৃতি দিতে যাই নি, দাবী আদায় করতে গিয়েছি। স্বীকৃতি দিতে গেলে নাহয় এমন আপত্তি করা যেত।
শত্রুর সাথে রক্তপাতহীন সন্ধি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি? নাকি সারাজীবন ওহুদের রক্তের কথা ভেবেছেন!?
ধীরে ধীরে সব দাবীই আদায় করবো ইনশাআল্লাহ, তবেই শুধিবে রক্তের কিছু দাম!
ঘ. কওমির জন্য মায়াকান্না, আহা আলিয়া মাদ্রাসার ভবিষ্যত অপেক্ষা করছে!
আমার কথা:
আপনাদের যদি মনে হয় আলিয়া মাদ্রাসা সরকারী স্বীকৃতির কারণে ধ্বংস হয়েছে তবে তাকে উদ্ধারের জন্য সরকারী স্বীকৃতি বাতিলের আন্দোলন করছেন না কেন?
নাকি মায়াকান্নার পেছনে অন্য মতলব? কেউ যদি ভাবে “আসলে আপনারা আতংকিত, এককভাবে ভোগ করা পোস্টগুলো যোগ্য কওমীদের কারণে হাতছাড়া হতে পারে” তাহলে তার ভাবনাটা কী ভুল হবে!?
বি.দ্র. কথাগুলো হিংসুক শ্রেণির আপত্তির জবাব। ভবিষ্যত চিন্তায় যারা বিরুধিতা করছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, কারণ এটা গভীর ভালবাসা থেকেই।
৩. আমার সাবেক খেদমতস্থলের এক চা বয় সন্ধায় পোস্ট করলো গণভবনে আছি!
মানে সে তার মোহতামিমের সহযাত্রী। অনেকের পোস্ট দেখেও তাই মনে হয়েছে!
দিন শেষে এরাই শীর্ষ ৩০০ আলেম!
প্রত্যেক জেলার শীর্ষ আলেমরা থাকলে প্রোগ্রামটা আরো সমৃদ্ধ হতো!
কথাটা জ্বালা থেকে বলি নি, দাওয়াত আমিও পেয়েছিলাম!
৪. মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর ঠাণ্ডা করা কিছু বক্তব্য যেন তার মনের কথা হয় সেই প্রত্যাশা!
৫. মঙলশোভাযাত্রাকে জাতীয় করণের বিপক্ষে একটা জোড়াল বক্তব্য আসতে পারতো!
৬. কিছু ভাই পোস্ট করেছেন-তাহলে কী আমরা বাসে হাফ ভাড়া দিতে পারবো?
প্রিয় ভাই, স্বীকৃতির উদ্দেশ্য পার্থিব সুবিধা না হোক, তুমি ভাবো সনদের কারণে যে সব জায়গায় দ্বীনী কাজের সুযোগ ছিল না, আমরা এখন সেখানেও কাজ করবো!
এলোমেলো ভাবনার শেষ নেই………….!
কিন্তু চুপ থাকতে চাই বেশি, তাই শেষ করলাম!
Discussion about this post