গনজাগরন মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে পোষ্ট করে বলেছেন, দেশ তো বিক্রি হয়ে গেলো, এখন আমরা কি সবাই বিদেশী?
আজ রাত সোয়া নয়টার দিকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইনের এই পোষ্টটি করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহুর্তে ৪ দিনের সফরে ভারতে অবস্থান করছেন। এই সফরে ভারতের সঙ্গে এমওইউ এর মোড়কে ৩টি প্রতিরক্ষা চুক্তিসহ প্রায় ৩২টি চুক্তিতে সই করেনে শেখ হাসিনা। এসব চুক্তি নিয়ে যখন বিরোধীদলসহ দেশের দেশপ্রেমিক জনতার মাঝে সমালোচনার ঝড় বইছে। এমনকি এসব চুক্তিকে যখন দেশ বিক্রির চুক্তি হিসেবে আখ্যায়িত করছে সবাই, ঠিক সেই সময়ে গনজাগরন মঞ্চের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক নেতা ইমরান এইচ সরকার এমন মন্তব্য করেন।
এদিকে ইমরান সরকারের এই পোষ্টে তার কথার পক্ষে বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে। অনেকে হাস্যরস করেও মন্তব্য করেছেন।
মোহাম্মদ আনসার নামে একজন লিখেছেন, ‘দেশ তো আর সুপারমার্কেটে বেচা যায়না। বেচা যায় আত্মমর্যাদা। চারিদিকে কাটাতারে ঘিরা, ভিতরে ট্রানজিটের শাটল চালায়, নদি দেয় শুকায়ে, সিমান্তে গুলি করে পাখির মতো মানুষ মারে; তো স্বাধীন দেশ হিসাবে আপনার সেই আত্মমর্যাদা কি আছে? প্রশ্ন করেন নিজেকে।’
জাকির হোসাইন নামে একজন মন্তব্য করেছেন, ‘আমরা এখন ভারতীয়। এখন বড় বড় তিলক পরবো আার শাড়ী টেনে বোম্বে যাবো, সিনেমা দেখবো।’
রিদোয়ান নামে একজন লিখেছেন, ‘শাহবাগে অবস্থান নেননা ক্যানো।তবে কি সমর্থন আছে? 71 এর দেশদ্রোহী দের জন্য এত কিছু ।আর বর্তমানদের জন্য?’
ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, ‘তাহলে তো বিরাট কোহিলিদের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক আমাদের বস মাসরাফি আর টেস্ট দলের অধিনায়ক মুসফিকুর রহিম।’
হাসান এ তুহিন লিখেছেন, ‘দেশ বিক্রি হয় না, বিক্রি হয় লোভী রাজনীতিবিদ আর দালাল মনা নাগরিকেরা। বাংলাদেশে এখন এটাই হচ্ছে।’
অবশ্য বিরোধী দলের সাথে সুর মিলিয়ে ইমরান এইচ সরকারের এমন পোষ্ট অনেককে অবাক করলেও পোষ্টটিকে স্যাটায়ার হিসেবেই দেখছেন অধিকাংশরা।
Discussion about this post