কুসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ যা- ই হোক বিএনপি নির্বাচন থেকে সরে আসবে না বলেও জানান রিজভী।
রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গত রাতে (বুধবার) বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে সংখ্যা লঘুদের কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে মর্মে অভিযোগ আসছে। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছে পুলিশ। ভোট গ্রহণ চলাকালে বেশিরভাগ কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থকদের বিভিন্নভাবে হয়রানির খবর পাওয়া যাচ্ছে। ‘
তিনি বলেন, ‘অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেয়নি। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ক্যাডাররা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভোটদানে বাধার সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর লোকেরা এলাকায় এলাকায় মহড়া দিচ্ছে। যাতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।’
রিজভী অোরও বলেন, ‘ প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনও সাংবাদিককে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনী অজুহাত দিচ্ছে। নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের ভোট কেন্দ্রে যাওয়ার বিশেষ পাশ দেওয়া হলেও তাতেও কোনও কাজ হচ্ছে না। এদিকে ভোট গ্রহণে ধীরগতি অবলম্বন করছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা। বাইরে লম্বা লাইন থাকলেও ভোট কাস্টিং যাতে কম হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে।’।
সূত্র: বাংলা ট্রিবিউন
Discussion about this post