যা লিখছি না, বলা উচিত ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারছি না ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাতকারে বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম৷
তিনি বলেন, ‘‘আমাদের সংখ্যা তো প্রচুর, কিন্তু স্বাধীনতার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি৷ সংখ্যায় বেশি হলেও কোয়ালিটি আরো উন্নত করার প্রয়োজন আছে৷ তো মোদ্দা কথা, সংখ্যায় বেশি, কিন্তু কোয়ালিটিতে অনেক কম৷ আর সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন ও দ্বিধা রয়েছে৷”
এই অবস্থা আপনার নিজের পত্রিকার ক্ষেত্রেও সঠিক কিনা জানতে চাইলে মাহফুজ আনাম বলেন, ‘‘আমি কমেন্ট্রি বলে একটা কলাম লিখতাম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লিখতাম, এখন সেটা লিখি না৷ কয়েকদিন আগে হাইকোর্টের একটি আদেশ নিয়ে আমি একটা লেখা লিখেছি, কিন্তু কতরকম প্রশংসা যে আমাকে তার মধ্যে করতে হলো!”
ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘‘আমি অসহিষ্ণুতা দেখি সব ক্ষেত্রে৷ অসহিষ্ণুতার রাজনীতির ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে, পুলিশ… বলা চলে সবক্ষেত্রে৷ সবাই যেন সাংবাদিকদের চাপে রাখার চেষ্টাই করছে৷”
তিনি বলেন, ‘‘লিখছি না এমন অনেক ইস্যু রয়েছে৷ অনেক ইস্যুতে লেখা উচিত, যেমন ধরেন, গত নির্বাচন, এছাড়াও আরো ছোট নির্বাচনগুলো নিয়ে লেখা উচিত, যা লিখছি না, বলা উচিত ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারছি না৷”