অ্যানালাইসিস বিডি ডেস্ক
লন্ডনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশের মানবাধিকার লংঘন নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল ফোরের প্রধান সংবাদদাতা এলেক্স থমসন শেখ হাসিনাকে সেই প্রশ্নটি করেছিলেন।
প্রশ্নোত্তর পর্বে এলেক্স থমসন শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, “আন্তর্জাতিক সংস্থাগুলো অভিযোগ করেছে যে আপনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আপনি কী বলবেন”? শেখ হাসিনা এই প্রশ্নের কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান।
এলেক্স থমসন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবার বলেন, প্রধানমন্ত্রী আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানাচ্ছেন? আমি নিশ্চিত আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন”। কিন্তু প্রধানমন্ত্রী কোনো জবাব দেন নি। পরবর্তীতে অন্যদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করা হয়।
উল্লেখ্য শেখ হাসিনা এখন কমনওয়েলথ সামিটে অংশ নিতে লন্ডনে অবস্থান করছেন।
চ্যানেল ফোরের সংবাদটির লিংক: Bangladesh PM refuses to answer questions on human rights record