অসুস্থতা বোধ করায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকালে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
রাজধানীর সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। অসুস্থ থাকায় তিনি যেতে পারবেন না।
এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুলের মা।
সূত্র: বাংলা ট্রিবিউন