একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ভেঙে দিতে হবে সংসদ।’ মঙ্গলবার দুপুরে স্বাধীনতা দিবসের র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশ গ্রহণে নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য একটা সরকার প্রতিষ্ঠা করবো। এই হবে আজকে দিনে আমাদের শপথ।’ তিনি বলেন, ‘আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজ মানুষের সব অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার ষড়যন্ত্র করছে সরকার। তারা সারাদেশে খুন, গুম, মিথ্যা মামলা, নির্যাতন করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। ক্ষমতায় টিকে থাকতে চাইছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করি, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি, তাদের শপথ নিতে হবে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানকে নির্বাসন থেকে ফিরে আনার। যেসব নেতাকর্মী যারা কারাগারে আছেন, তাদের মুক্তির জন্য, সব মিথ্যা মামলা প্রত্যাহার করবার জন্য সোচ্চার দাবি তুলবো। আন্দোলন সংগ্রাম করে যাবো। খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের মানুষ শান্তি চায়, তাদের অধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্রকে ফিরে পেতে চায়। খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। শত শত রাজবন্দি আছে, তাদেরও মুক্তি দিতে হবে।’
দুপুর ২টায় বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে মালিবাগের শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আতাউর রহমান ডালি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
সূত্র: বাংলা ট্রিবিউন