ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এমন নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করতে এখনই উদ্যোগ নেয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
মার্কিন দূত এ-ও বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তার দেশ সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে রোববার বিকেলে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন দূত স্পষ্ট করেই বলেন, বাংলাদেশে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখানকার মানুষ জানে, এমন নির্বাচন আয়োজনে কি করতে হবে। এখানে বিদেশী মধ্যস্ততার কোন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তার কাছে প্রশ্ন ছিল, বিদ্যমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন কি সম্ভব? জবাবে তিনি বলেন, হ্যা, অবশ্যই, নিশ্চিতভাবেই এটি হতে হবে।
সূত্র: মানবজমিন