অ্যানালাইসিস বিডি ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে সারা দেশের বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বাংলা ট্রিবিউনকে বলেন, যুক্তরাষ্ট্র চায় সব দল শান্তিপূর্ণ ও দায়িত্বপূর্ণ আচরণ করুক। খবর বাংলা ট্রিবিউনের।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সব দলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ প্রক্রিয়া খুবই জরুরি।’
৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। তার রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে বিএনপি সমর্থকরা।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, বিরোধী দল বিএনপির নেতাকর্মী ও অন্যদের খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও আটক বন্ধ করা উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের। এক্ষেত্রে বিক্ষোভে পুলিশিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে প্রকাশ্যে নির্দেশ দেয়া উচিত বাংলাদেশ সরকারের।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আজ ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার রায় হচ্ছে। এ রায়কে সামনে রেখে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আটক রাাখা হয়েছে।
ওই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ থেকে বিরত রাখার মাধ্যমে বাংলাদেশ সরকার মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারও লঙ্ঘন করছেন।
ব্রাড এডামস আরো বলেন, যখন সব দলের নেতার উচিত তাদের সমর্থকদের সহিংসতায় জড়িত হওয়ার বিষয়ে সতর্কতা করা উচিত, তখন এটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে সব সময় সংযত থাকার পরামর্শ দেবে সরকার।