অ্যানালাইসিস বিডি ডেস্ক
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
নিষেধাজ্ঞা মোতাবেক বিএনপিকে রাজধানীর কোথাও পা পর্যন্ত ফেলতে দিচ্ছে না পুলিশ। বিএনপিপন্থি আইনজীবীদেরকেও আদালতের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। এমনকি স্বয়ং ডিএমপি কমিশনার কর্তৃক হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে ১০জনের মতো আইনজীবী আদালতের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তখন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসে বিএনপিপন্থি আইনজীবীদের সেখান থেকে সরে যেতে বলেন। এ সময় তিনি ওই আইনজীবীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখানে ঝামেলা সৃষ্টি করলে চেহারা চেইঞ্জ করে দেব।’
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষেত্রে রাজধানীতে পুলিশের এই নিষেধাজ্ঞাকে অকার্যকর হিসেবেই দেখা গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও জমায়েত করছেন। পুলিশ কাউকে বাধা দিচ্ছে না। পুলিশের নাকের ডগায় এমনকি তাদের সহায়তায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিছিল, জামায়েত ও শোডাউন করছেন।
গায়ে সবুজ গেঞ্জি ও মাথায় সবুজ টুপি পরিহিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী গুলিস্তানের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়েছেন। সেখানে তারা স্লোগান দিচ্ছেন- ‘ডাক দিয়েছে সম্রাট ভাই, ঘরে থাকার সময় নাই’।
অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলার নাম করে রাজধানীর শাহবাগে শোডাউন ও অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। শোডাউন মিছিলটিতে নেতৃত্ব দেন ২১ নম্বর ওয়ার্ড কমিশনার হামিদ খান। এসময় তাদের মিছিলও করতে দেখা গেছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন। টিএসসি এলাকায় অবস্থান নিয়ে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন।
এছাড়াও বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। নেতাকর্মীরা সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আছাদুজ্জামান মিয়া আজ সকালেও বলেছেন, আইন সবার জন্য সমান। কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি কমিশনার তার বক্তব্যে আইন সবার জন্য সমান বললেও বাস্তবে দেখা যাচ্ছে বিএনপির মিছিল ও জমায়েতে পুলিশ বাধা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল জমায়েত ও শোডাউনে পুলিশ বিন্দুমাত্র বাধা দিচ্ছে না। প্রশ্ন দেখা দিয়েছে, আইন কি তাহলে কেবল বিএনপির জন্য?