অ্যানালাইসিস বিডি ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) উপনির্বাচনের মেয়রপ্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মু. সেলিম উদ্দিনের সৌজন্যে রামপুরাতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রামপুরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্থানীয় ছাত্র এবং যুবকদের নিয়ে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রপি প্রদান করা হয়। ট্রপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন।
পুরস্কার প্রদানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, শরীর চর্চার পাশাপাশি খেলাধূলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উপযুক্ত মাঠ ও স্থানের অভাবে রাজধানীর কর্মব্যস্ত মানুষগুলো ইচ্ছা করলেও সেই বিনোদনের সুযোগ পাননা। অল্পকিছু খেলার মাঠ থাকলেও দেখভালের অভাব ও অবৈধ দখলদারিত্বের কারণে সেগুলোও নগরবাসীর হাতছাড়া।
সেলিম উদ্দিন প্রতিশ্রুতি দেন, নগরবাসী তাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে তাদের বিনোদনের জন্য খেলার মাঠসমূহ দখলমুক্ত করবেন এবং নতুন খেলার মাঠ তৈরি ও গাছ লাগিয়ে সেগুলোতে সবুজায়ন করবেন। মেয়র নির্বাচিত হলে ফ্রেন্ডস ক্লাবের মত ক্লাবগুলোর সমাজকল্যাণমূলক কার্যক্রমকে উৎসাহিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা বরাদ্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দেন জামায়াতের মনোনীত এই মেয়রপ্রার্থী।
প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের চেয়ারম্যান ডা: ফখরুদ্দিন মানিক, সদস্য সচিব এফ এ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান এস এইচ ইমাম, প্রশিক্ষণ সম্পাদক মনিরুজ্জামান শামীম, যুব বিষয়ক সম্পাদক এ এস ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস. ইসলাম, আইন সম্পাদক এস এম মনিরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য হাফিজুর রহমান, আব্দুল আজিজ ভূঁইয়া, মাওলানা আবুল হাসনাত পাটোয়ারী, ছাত্র প্রতিনিধি আতিকুল ইসলাম, গোলাম মর্তুজা, রাসেল, হাবিব প্রমুখ।
উল্লেখ্য, মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে মু. সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তফসিল ঘোষণার আগে থেকেই ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।