প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে চাপ প্রয়োগ করে ছুটিতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সম্পূর্ণ সুস্থ থাকলেও প্রচণ্ড চাপ প্রয়োগের মাধ্যমে তাঁর অসুস্থতার কথা বলা হচ্ছে।’
আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতিকে বলপ্রয়োগ করে ছুটি দেওয়া এবং এতে স্বাক্ষর জালিয়াতি করেছে সরকারের এজেন্সিরা। সন্ত্রাসী কায়দায় প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে রাখার পর এখন নজরবন্দি করে রাখা হয়েছে। সরকার কতখানি বেপরোয়া ও নীতিজ্ঞানহীন স্বৈরাচার হতে পারে তার পরিমাপক যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। নতুন ইতিহাস সৃষ্টি করল এ সরকার। সার্বক্ষণিক প্রচণ্ড চাপ প্রয়োগ করা হচ্ছে প্রধান বিচারপতিকে দেশ ত্যাগের জন্য।’
রুহুল কবীর রিজভী বলেন, ‘বিচার বিভাগের ওপর সরকারের পরিকল্পিত আক্রমণ সাধারণ মানুষের জীবনপ্রবাহ রুদ্ধ করে দেয়ার মতো অভিঘাত। এরা ক্ষমতার চাহিদা মেটাতে জনগণকে পরাধীনতার সুদৃঢ় বন্ধনে বন্দি করার জন্য সর্বোচ্চ আদালতের ওপর সর্বগ্রাসী আক্রমণ চালিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কার্য নির্বাহীরসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মীর শরাফত আলী সপুসহ অন্য নেতারা।
সূত্র: এনটিভি অনলাইনরু
Discussion about this post