অ্যানালাইসিস বিডি ডেস্ক
মিয়ানমারে সরকার এবং উগ্রবাদী বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে দেশটির ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ঢাকা মহানগরীর চারটি শাখা, চট্টগ্রাম মহানগরীর দুটি শাখাসহ সারাদেশের প্রায় শতাধিক শাখায় পৃথকভাবে এই বিক্ষোভ দেখায় শিবির। ঢাকাসহ নিকটবর্তী শাখাগুলোতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গেছে।
মিছিলগুলোতে ব্যবহৃত ব্যানার ও পোষ্টারে ‘স্টপ জেনোসাইট ইন মিয়ানমার’ ও ‘সেভ রোহিঙ্গা’ লেখা ছিলো। বিক্ষোভ মিছিল থেকে মিয়ানমার সরকারের গনহত্যা ও রোহিঙ্গা মুসলিম নিধনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দেয় শিবির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিবির নেতারা মিয়ানমারের ভয়ংকর মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। তারা বলেন, বিশ্ববাসীর সামনেই মিয়ানমারে সেনাবাহীনি ও উগ্রবাদী বৌদ্ধ সন্ত্রাসীরা যৌথ ভাবে নিরপরাধ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী ও পুরুষ। এমনকি নবজাতক শিশুকেও টার্গেট করে হত্যা করা হচ্ছে। অসংখ্য নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গুলি করে, কুপিয়ে, জীবন্ত পুড়িয়ে ও জবাই করে পৈশাচিক কায়দায় খুন করা হচ্ছে নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে। তারা মিয়ানমার সরকারের প্রতি অতি শীগ্র এমন জঘন্য হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।
বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতার সমালোচনা করে শিবির নেতারা বলেন, মিয়ানমার সরকার হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়ে বর্বরতার নজির স্থাপন করছে আর বিশ্ব সম্প্রদায় নিরব থেকে তাতে মদদ যোগাচ্ছে। অন্যান্য সংখ্যালঘুদের ব্যাপারে পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো তড়িৎ গতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেও রোহিঙ্গাদের ব্যপারে তারা দায়িত্বহীন ভূমিকা পালন করছে। একই সাথে জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালন করছে না।
শিবির নেতারা ওআইসি, আরবলীগসহ মুসলিম সংস্থা গুলোর নিরবতারও সমালোচনা করেন। তারা বলেন মুসলিম সংস্থাগুলোও কার্যকর ভাবে এগিয়ে আসছে না। যা রোহিঙ্গাদের উপর নৃশংসতা চালাতে মদদ যোগাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও আহ্বান জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে।
এর আগে সোমবার এক বিবৃতির মাধ্যমে মিয়ানমারে সেনা ও উগ্রবাদী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গনহত্যা বন্ধের আহ্বান জানায় শিবির। পাশাপাশি মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে।
Discussion about this post