প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাকসন্ত্রাস’ করছেন বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার (২১ আগস্ট) দেওয়া বক্তব্যের জবাবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘তার বক্তব্যে আমরা বিচলিত ও হতবাক। তার বাকসন্ত্রাস থেকে কোনও সম্মানিত বা দায়িত্বশীল প্রতিষ্ঠানও রেহাই পচ্ছে না।’ তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার ও সরকারে মন্ত্রীদের বিষোদগার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দেশ, জাতি ও রাজনীতির জন্য এটা অশনি সংকেত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য আগুন নিয়ে খেলার সামিল। তার এমন বক্তব্য দেশের সার্বিক পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে।’
রাত ৮টায় শুরু হওয়া এই জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
Discussion about this post