প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেছেন, ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা, বিচার বিভাগ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি। শুধু বলব, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের কারণে সরে যেতে হয়েছে। এ নিয়ে সেখানে আলোচনা-সমালোচনা বা প্রতিক্রিয়া হয়নি। আমাদের আরো পরিপক্কতার পরিচয় দিতে হবে।
আজ রোববার প্রধান বিচারপতিন নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে এ নিয়ে শুনানিকালে আদালত এসব মন্তব্য করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও প্রধান আইনজীবী এম আমির-উল ইসলাম উপস্থিত ছিলেন।
শুনানি শেষে আপিল বিভাগ আচরণবিধির গেজেট ৮ অক্টোবরের মধ্যে প্রকাশের সময় দেন।
ষোড়শ সংশোধনী বাতিল সম্পর্কিত আদালতের রায় ও পর্যবেক্ষণ নিয়ে আদালত ও সরকারের চরম টানাপোড়েনের মধ্যেই এটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
সূত্র: নয়াদিগন্ত
Discussion about this post