রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী বিলুপ্তির পথে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার কুষ্টিয়ার কুমারখালীতে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
হানিফ বলেন, “দল হিসেবে জামায়াতের নিবন্ধনই বাতিল হয়ে গেছে।তাদের রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হলেও অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে।
“জনগণের কাছে জামায়াত এখন ঘৃণিত সংগঠন। এরপরে এই দলের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা বিলুপ্তির পথে।”
আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি কী করবে এটা তাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। তবে আমরা বলেছি আগামী নির্বাচন সংবিধানের মধ্যে থেকেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
উপজেলার গোপালপুর ঈদগাহ ময়দানে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, তাইজাল আলী খান প্রমুখ।
সূত্র: বিডিনিউজ
Discussion about this post