অ্যানালাইসিস বিডি
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির বিষয়ে সরকারকে গনভোট দেয়ার দাবি জানিয়েছেন ছেলে মাসুদ সাঈদী।
আজ(শনিবার) বিকেল পৌনে চারটার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোষ্ট করে এমন দাবি জানিয়েছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। দেলোয়ার হোসাইন সাঈদীর বিভিউ সুনানির ঠিক আগের দিন তিনি এমন দাবি জানালেন।
সংক্ষিপ্ত এক লাইনের স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন- “আল্লামা সাঈদীর মুক্তির বিষয়ে গনভোট দেয়া হোক ”
এই সংক্ষিপ্ত স্ট্যাটাসের কিছুক্ষণ আগে অন্য একজনের কার্টেসিতে তিনি গনভোট সম্পর্কিত আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটিও হুবহু তুলে ধরা হলো-
“আল্লামা সাঈদী মুক্তির দাবীদার বাংলার কতজন নাগরিক, এ বিষয়ে গণভোট দেয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর ও রাষ্ট্রপতির নিকট আকুল আবেদন করছি । অথবা সাঈদীর মুক্তির দাবিতে আমাদেরকে ঢাকাতে একটি জনসভার সুযোগ দিন। আমরা প্রমান করবো এদেশের ৯০% মানুষ আল্লামা সাঈদীর মুক্তি চায় । গণদাবিতে যদি যাবৎজীবন কারাভোগের আসামীকে ফাঁসি দিতে পারেন তা হলে আজও কেন গণদাবির কারনে আল্লামা সাঈদীকে মুক্তি দিবেন না !!
মুক্তি মুক্তি মুক্তি চাই আল্লামা সাঈদীর মুক্তি চাই। এটি আমাদের সাংবিধানিক অধিকার যদি আমাদের দাবির মূল্যায়ন করা না হয় তা হলে সংবিধানের কাছে আপনারাই ঋণী থাকবেন যার মুল্য পরিশোধে হাজার বছর লাগতে পারে !!
তাই গণদাবির ভিত্তিতে আল্লামা সাঈদীকে মুক্তি দেয়া হোক ।”
এদিকে এই পোষ্টে মন্তব্য করা প্রায় সবাই গনভোটের পক্ষে সহমত জানিয়েছেন। এসএম রওনক নামে একজন মন্তব্য করেছেন- ‘এমন দাবির যদি মূল্যায়ন সরকার করতো তবে তো কতো অাগে সাইদি সাহেব মুক্তি পেতেন , কারাভোগ উনার রাজনৈতিক।’
আব্দুল আলিম নামে একজন মন্তব্য করেছেন- ‘৯৮ শতাংশ মানুষ আল্লামা সাঈদীর মুক্তি চায়।’
এছাড়া অসংখ্য মানুষ ‘সাঈদীর মুক্তি চাই’ এবং ‘ফ্রি সাঈদী’ লিখে মন্তব্য করেছেন।
Discussion about this post