অ্যানালাইসিস বিডি ডেস্ক
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ধারার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৬টি অধ্যায়ের ভিশন-২০৩০ এর মধ্যে খালেদা জিয়া ২১১টি পয়েন্ট অন্তর্ভূক্ত করেছেন। বলা যায় তার এ ভিশন-২০৩০ এ দেশের সামগ্রীক বিষয়গুলোই উঠে এসেছে।
খালেদা জিয়ার এই ভিশন-২০৩০ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আকৃষ্ট করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এমনকি বিএনপি প্রধানের এই রূপকল্প আগামী নির্বাচনের মোড় ভিন্ন দিকে নিয়ে যাবে বলেও মনে করছেন তারা।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে গুলশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তার ভিশন-২০৩০ ঘোষণার পরই চরম অস্থিরতা দেখা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। দলটির নেতারা এখন খালেদা জিয়ার ভিশন ঠেকাও আন্দোলনে নেমেছে। খালেদা জিয়ার ভিশনকে তারা ভাওতাবাজি, ধাপ্পাবাজি, ভন্ডামি, তামাশা ও নকল বলে টাট্টা-বিদ্রুপ করতেছেন। বৃহস্পতিবার ভিশন-২০৩০ ঘোষণার পর গণমাধ্যমের চেয়ে আওয়ামী লীগ নেতাদের দ্বারাই এটার বেশি প্রচার হচ্ছে বলে মনে করছেন সচেতন মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগ যে রূপকল্প ঘোষণা করেছিল, ক্ষমতায় এসে বিগত সাড়ে আট বছরে করেছে সম্পূর্ণ এর উল্টোটা। দশ টাকায় চালতো দূরের কথা ৫০ টাকায়ও এখন ভালো চাল কিনতে পাওয়া যায় না। আর ঘরে ঘরে চাকরির কথা বললেও চাকরি হয়েছে শুধু দলীয় নেতাকর্মীদের। দলীয়দের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদেরকেও গুণতে হয়েছে কাড়ি কাড়ি টাকা ঘুষ।
দেশ পরিচালনায় আওয়ামী লীগের দৃশ্যমান কোনো সফলতা নেই। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। খুন, হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শেয়ারবাজার ও ব্যাংক লুট, দলীয় করণ, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ছিল দৃশ্যমান। তারা মনে করছেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ সামগ্রীকভাবে ব্যর্থ হয়েছে। এজন্য তারা খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে মেনে নিতে পারছে না।
জানা গেছে, খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ। তাদের টার্গেট হবে মানুষের দৃষ্টিকে যেকোনো ভাবেই হোক ভিন্ন দিকে নেয়া। বিভিন্ন সভা-সমাবেশে তারা এখন শুধু ভিশন বিরোধী বক্তব্যই দিয়ে যাবে। যা তারা ইতিমধ্যেই শুরু করেছেন। আগামী নির্বাচনে বিএনপির এই ভিশনকে এখন প্রধান বাধা হিসেবে মনে করছে আওয়ামী লীগ।
Discussion about this post